
টেরাকোটা & অমিত
ভুলিয়ে ভুলিয়ে রাখি আঁখি
মনের উঠোনে বাঁধা পাখি
ছুটতে মানা পিছুডাকে
ছলনাময় ভাবনার ডাকে।
দিতে পারো ছেড়ে পাখি
রাখিবো যতনে মাখি
ভাবনা হবে সত্যি
একবার চেয়েই দেখো তুমি!
মিঠা বোল টকে যায়,
পাখির ডানা ছেঁটে দেয়!
ভাবনার দাম রেখেছে কবে কে?
চাওয়ার পরই তীরে বিঁধে সে।
সব মিঠায় যায়না টকে
ডানাগুলো আগলে রাখে
তেমনও মানুষ আছে এ ধরনীতে,
ভাবনাগুলো অনেক যতনে
লালন করে নিজের মনে,
সে পন করেছে সাথে
তোমার মায়ার তীর;
বেধে নিবে তার বুকে।