ভাবাবেগ

                                                                                                                                          টেরাকোটা & অমিত 
                                                                                             

ভুলিয়ে ভুলিয়ে রাখি আঁখি
মনের উঠোনে বাঁধা পাখি 
ছুটতে মানা পিছুডাকে
ছলনাময় ভাবনার ডাকে। 
                                   

                                   দিতে পারো ছেড়ে পাখি 
                                   রাখিবো যতনে মাখি 
                                   ভাবনা হবে সত্যি 
                                   একবার চেয়েই দেখো তুমি! 

মিঠা বোল টকে যায়, 
পাখির ডানা ছেঁটে দেয়! 
ভাবনার দাম রেখেছে কবে কে? 
চাওয়ার পরই তীরে বিঁধে সে। 

                                    সব মিঠায় যায়না টকে 
                                    ডানাগুলো আগলে রাখে 
                                    তেমনও মানুষ আছে এ ধরনীতে, 
                                    ভাবনাগুলো অনেক যতনে
                                    লালন করে নিজের মনে, 
                                    সে পন করেছে সাথে 
                                    তোমার মায়ার তীর;
                                    বেধে নিবে তার বুকে। 
 
 

Share this content

amithasan

Hello! I am Amit Hasan. A Biotech Graduate; Research is my profession; Writing is my passion; Reading is my obsession. I love to travel and meet interesting people. I often write my thoughts here with some letters and sentences. You are welcome to my intellectual world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *