
জুন মাসের ১১ তারিখ। দেখতে দেখতে ২০২১ সালের অর্ধেক শেষ হতে চললো। জীবনে নেমে আসছে আরেকটা লকডাওন। আমার শহরে সব কিছু বন্ধ পরবর্তী সাত দিন। কিন্তু, নিজের ইচ্ছে গুলোর তো কোন লকডাওন হয়না। নিজের লেখা অনেক কবিতাই রয়ে গেছে বিভিন্ন যায়গায়। নাহয় এটা দিয়ে শুরু করলাম, আরেকটা মৃত ইচ্ছে।
ইচ্ছে হই
অমিত হাসান
ইচ্ছে হয় তোমাকে যখন তখন চিঠি লিখি, চিঠিতে বলেই ফেলি আমি ভালো নেয়, ইদানিং বড্ড অস্থির লাগে, ইচ্ছে হয় তোমাকে নিয়ে ঘুরে আসি দূর কোনো দেশ থেকে। হোক না সেটা আমার কৃত্রিম স্বপ্নে, বা কলমের ফিকশনে ।। ইচ্ছে হয় তোমাকে নিয়ে কবিতা লিখি, যেখানে তোমার আমার দর্শনগুলো পাক ঠাই প্রথম দিকের চরনে, ইচ্ছে হয় হারানো সেই দিনগুলো ফিরে পেতে। হোক না সেটা আমার মস্তিষ্কের ভাবা অবাস্তব-নিছক কোন কল্পনায় ।। ইচ্ছে হয় ভুল শুধরে আজ বলেই ফেলি, বলেই ফেলি যে আমি শুধু তোমার ছিলাম। তুমি আমাকে নেও আপন করে হোক না সেটা একালের কল্পনাই বা পরের জন্মের বাস্তবতাই ।।